দেশের সর্বউত্তরের (তিনটি জেলা) পঞ্চগড়, ঠাঁকুরগাঁও এবং দিনাজপুর জেলার জনগণের আমদানি ও রপ্তানি কার্যক্রম তথা ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, শিল্পায়ন এবং এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বাণিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন আমদানি ও রপ্তানি সহকারি নিয়ন্ত্রকের দপ্তরটি ০৪ মে ১৯৮০ খ্রিষ্টাব্দে স্থাপন করা হয়। এ দপ্তরের আওতাধীন জেলাগুলোর মধ্যে আট শতাধীক আমদানিকারক-রপ্তানিকারক, শতাধীক শিল্প কারখানা, দুটি ইকোমোমিক জোন, দুটি স্থল বন্দর ও দুইটি আন্ত:রাষ্ট্রীয় রেল সংযোগ রয়েছে। এর ফলে এ অঞ্চলে আমদানি ও রপ্তানি কার্যক্রম এবং শিল্প কারখানা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং এর পাশাপাশি অত্র দপ্তরের কাজের পরিধিও বাড়ছে। এছাড়া সরকারী রাজস্ব আদায়ে অত্র দপ্তর অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ দপ্তরের গতিশীল কার্যক্রমের ফলশ্রুতিতে দপ্তরের করব্যতীত রাজস্ব আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেবাগ্রহীতাদের দ্রুত সেবাপ্রদান নিশ্চিতকরণ এবং দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের জন্য গত ০১/০৭/২০১৯ তারিখ হতে পূর্নাঙ্গরূপে Online Licensing Module (OLM) চলমান রয়েছে এবং নিবন্ধনসহ সবধরণের সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। গত ১ জুলাই ২০২০ হতে ৩০ জুন ২০২৩ ইং পর্যন্ত আমদানি নিবন্ধন সনদ (শিল্প ও বানিজ্যিক আইআরসি), রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি), রপ্তানি নিবন্ধন সনদ (ইন্ডেন্টিং সার্ভিসেস) সর্বমোট ৪৬৮ টি সনদ জারি করা হয়েছে এবং ১২৮৭ টি সনদ নবায়ন করা হয়েছে। যেখানে আবেদন নিষ্পত্তির হার ৯৯.৯৭%। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও শিল্পের বিকাশে এ দপ্তরটি শিল্প সহায়ক পরিবেশ উন্নয়নে, রপ্তানি সহায়ক কার্যক্রম সম্পাদনে ও আমদানি অনুকূল পরিবেশ সৃষ্টিতে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করছে।