আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের দ্বারগোড়ায় সেবা পৌঁছে দেবার লক্ষ্যে অনলাইন নিবন্ধন সেবা Online Licensing Module (OLM) গত ০১/০৭/২০১৯ তারিখে পূর্নাঙ্গরূপে চালু করা হয়েছে। বর্তমান নিবন্ধন সেবাসহ অন্যান্য সকল সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। গত ০১ জুলাই ২০১৯ হতে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আমদানি নিবন্ধন সনদ (আইআরসি), শিল্প আমদানি সনদ (ইন্ডাস্ট্রিয়াল আইআরসি), রপ্তাান নিবন্ধন সনদ (ইআরসি), রপ্তানি নিবন্ধন সনদ (ইন্ডেন্টিং সার্ভিসেস) সর্বমোট ৬১১ টি সনদ জারি করা হয়েছে এবং ১১৯৭ টি সনদ নবায়ন করা হয়েছে।