Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০২৪

আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তর, দিনাজপুর এর ইতিহাস

দেশের সর্বউত্তরের (তিনটি জেলা) পঞ্চগড়, ঠাঁকুরগাঁও এবং দিনাজপুর জেলার জনগণের আমদানি ও রপ্তানি কার্যক্রম তথা ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, শিল্পায়ন এবং এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বাণিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন আমদানি ও রপ্তানি সহকারি নিয়ন্ত্রকের দপ্তরটি ০৪ মে ১৯৮০ খ্রিষ্টাব্দে স্থাপন করা হয়। এ দপ্তরের আওতাধীন জেলাগুলোর মধ্যে আট শতাধীক আমদানিকারক-রপ্তানিকারক, শতাধীক শিল্প কারখানা, দুটি ইকোমোমিক জোন, দুটি স্থল বন্দর ও দুইটি আন্ত:রাষ্ট্রীয় রেল সংযোগ রয়েছে। এর ফলে এ অঞ্চলে আমদানি ও রপ্তানি কার্যক্রম এবং শিল্প কারখানা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং এর পাশাপাশি অত্র দপ্তরের কাজের পরিধিও বাড়ছে। এছাড়া সরকারী রাজস্ব আদায়ে অত্র দপ্তর অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ দপ্তরের গতিশীল কার্যক্রমের ফলশ্রুতিতে দপ্তরের করব্যতীত রাজস্ব আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেবাগ্রহীতাদের দ্রুত সেবাপ্রদান নিশ্চিতকরণ এবং দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের জন্য গত ০১/০৭/২০১৯ তারিখ হতে পূর্নাঙ্গরূপে Online Licensing Module (OLM) চলমান রয়েছে এবং নিবন্ধনসহ সবধরণের সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। গত ১ জুলাই ২০২০ হতে ৩০ জুন ২০২৩ ইং পর্যন্ত আমদানি নিবন্ধন সনদ (শিল্প ও বানিজ্যিক আইআরসি), রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি), রপ্তানি নিবন্ধন সনদ (ইন্ডেন্টিং সার্ভিসেস) সর্বমোট ৪৬৮ টি সনদ জারি করা হয়েছে এবং ১২৮৭ টি সনদ নবায়ন করা হয়েছে। যেখানে আবেদন নিষ্পত্তির হার ৯৯.৯৭%।  ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও শিল্পের বিকাশে এ দপ্তরটি শিল্প সহায়ক পরিবেশ উন্নয়নে, রপ্তানি সহায়ক কার্যক্রম সম্পাদনে ও আমদানি অনুকূল পরিবেশ সৃষ্টিতে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রুপকল্প

নিবন্ধনসহ অন্যান্য সেবা প্রদান কার্যক্রম বিশ্বমানে উন্নতিকরণ।


অভিলক্ষ্য

অনলাইন সেবা প্রদান পদ্ধতি সহজিকরণ, আধুনিকীকরণ ও যুগোপযোগীকরণের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি।

সাধারণ কার্যাবলী

১. (ক) ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও শিল্পের বিকাশে আমদানিকারক, রপ্তানিকারক ও ইন্ডেন্টরদের অনুকুলে আমদানি নিবন্ধন ও নিবন্ধন সনদপত্র (IRC) জারি, রপ্তানি  নিবন্ধন ও নিবন্ধন সনদপত্র (ERC) জারি, ইন্ডেন্টিং সার্ভিসের নিবন্ধন ও রপ্তানি নিবন্ধন সনদপত্র (ইন্ডেন্টিং সার্ভিসেস) জারি এবং শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধন ও নিবন্ধন সনদপত্র (Industrial IRC) জারিসহ জারিকৃত নিবন্ধন সনদপত্রসমূহ বার্ষিক নবায়নের মাধ্যমে সরকারের করব্যতিত রাজস্ব প্রাপ্তি নিশ্চিতকরন। (খ) বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে যৌথ ও বিদেশী উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে ব্যবসায়িক সহায়তা প্রদান। (গ) সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তর তথাঃ শুল্ক কর্তৃপক্ষ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বস্ত্র পরিদপ্তর, বিসিক ইত্যাদির কার্যক্রমের সাথে সহায়ক ভূমিকা পালন। (ঘ) আমদানি নীতি আদেশ (IPO) ও রপ্তানি নীতির আলোকে সময়ে সময়ে গণবিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় পরামর্শ, ব্যাখ্যা ও মতামত প্রদানসহ ইহার বাস্তবায়নে সহায়তা প্রদান।